সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট পাওয়ার অ্যালায়েন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২৭ ১০:১৫:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট পাওয়ার অ্যালায়েন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪ কোটি ২৭ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৬ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭২ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৬৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৭ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ১৬ কোটি ৩৬ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১২ কোটি ৮৭ লাখ টাকা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫২ লাখ টাকা, আইএসএনের ১১ কোটি ২৮ লাখ টাকা, সোনালী পেপারের ১০ কোটি ৫৭ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৫২ লাখ টাকা এবং রবি আজিয়াটার ৯ কোটি ৯১ লাখ টাকার।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












