সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২৭ ১০:২৭:২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৭২.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯.৪০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে সিমটেক্সের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২.১০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– দুলামিয়া কটনের ১৪.৬৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩.৭৯ শতাংশ, নাভানা সিএনজির ১২.৭২ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ১১.০৪ শতাংশ, সিলকো ফার্মার ১০.০৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.৩৮ শতাংশ এবং সাপোর্টের ৯.০৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












