পদত্যাগ না করায় এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের দক্ষিণ জেলার অ্যাটর্নি প্রিট বাহরারাকে বরখাস্ত করেছে ট্রাম্প সরকার। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার পেজে তিনি নিজেই বিষয়টি প্রকাশ করেন।
আমেরিকার অ্যাটর্নি হিসেবে দায়িত্বপালন আমার চাকরিজীবনের শ্রেষ্ঠ সম্মান উল্লেখ করে টুইটারে প্রিট বাহরারা লেখেন, আমি পদত্যাগ করিনি, কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে।