রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘শহীদ সোহরাওয়ার্দী হল প্রিমিয়ার লীগ ১৬’ (এসপিএল) ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল শহীদ সোহরাওয়ার্দী হল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ প্রফেসর এম আনিসুর রহমান।
এসপিএল এর আহ্বায়ক মাহমুদুল হাসান শাকিলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুধু শিক্ষাই নিয়ে যাবো না, কৃষ্টি-কালচার নিয়েও বের হবো। বাস্তব জীবনের সে বিষয়গত জ্ঞান খুবই কম কাজে লাগবে। কিন্তু যে মূল্যবোধ, কৃষ্টি-কালচার এ প্রতিষ্ঠান থেকে অর্জন করে নিয়ে যাবো সেগুলোই আমাদের ভবিষ্যৎ কর্মে সুফল বয়ে আনবে। বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই কৃষ্টি-কালচার মূল্যবোধগুলো অর্জন করি।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন তৈরী হবে। পাশাপাশ মাদকাসক্তরাও খেলা ধুলার সাথে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট সর্বপ্রথম ২০১১ সাল থেকে শুরু হয়। শুধু মাত্র শহীদ সোহরাওয়ার্দী হলের খেলোয়রগণ এতে অংশগ্রহণ করতে পারেন। এবারে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে এবং ফাইনাল খেলা আগামি ১৭ তারিখে অনুষ্ঠিত হবে।