

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কোম্পানির কার্যালয়ে পরিচালনা পর্ষদের ১৩১ তম সভায় ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৬৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৯ পয়সা (পুনর্মুল্যায়নসহ)। আগের বছরে ছিল ১০ টাকা ৩১ পয়সা।
আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
বিএইচ