গাজা গণহত্যা শতাব্দীর পর শতাব্দী ধরেও ভোলা যাবে না: মাহাথির মোহাম্মদ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২৮ ১৬:১৮:৪৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর জনগণের ওপর ইসরাইলের গণহত্যা হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরেও ভোলা যাবে না। তাদের এই নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
শততম জন্মদিন উপলক্ষে সম্প্রতি মাহাথিরের একটি সাক্ষাৎকার নেয় বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা। সাক্ষাৎকারে মালয়েশিয়ার অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক ঘটনাবলি, বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
গাজা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরাইলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে। হত্যাকাণ্ডের শিকার প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সম্ভবত শতাব্দী ধরেও স্মরণ করা হবে।’
গভীর উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিন ও গাজার বিষয়ে মাহাথির মোহাম্মদ বলেন, গাজা পরিস্থিতি ভয়াবহ। তারা (ইসরাইল) গর্ভবতী মায়েদের হত্যা করেছে। সদ্যজাত শিশু, যুবক, ছেলে-মেয়ে, পুরুষ, নারী, অসুস্থ ও দরিদ্রকে হত্যা করা যাচ্ছে..এটা কীভাবে ভোলা যায়? এটা হয়তো শতাব্দী ধরেও ভোলা যাবে না।
গাজা গণহত্যাকে ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বসনিয়ায় যুদ্ধের সময় মুসলিমদের গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ইহুদিদের গণহত্যার সাথে তুলনা করে মাহাথির বলেন, তিনি ভেবেছিলেন, ইসরাইলের মানুষ, যারা গণহত্যার শিকার হয়েছে, তারা হয়তো কখনও গণহত্যা ঘটাবে না। কিন্তু এক্ষেত্রে তিনি ভুল ছিলেন।
তার কথায়, ‘আমি ভেবেছিলাম, যারা এরকম (গণহত্যার) ভুক্তভোগী তারা হয়তো অন্যদের ওপর এমন ঘটুক তা চাইবে না। কিন্তু তা হয়নি। তাদের সঙ্গে যা ঘটেছিল তারা একই জিনিস ফিলিস্তিনি আরবদের ওপর ঘটাচ্ছে।’
১৯৮০ ও ১৯৯০-এর দশকে ক্ষমতার শীর্ষে থাকাকালীন মাহাথির বিশ্ব মঞ্চে ‘গ্লোবাল সাউথে’র একজন স্পষ্টবাদী কণ্ঠস্বর এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং লগ্নি পুঁজির প্রবাহের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ওপর সমসাময়িক শোষণের বিরুদ্ধে একজন সোচ্চার সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন।
ফিলিস্তিনি স্বার্থের একজন দৃঢ় এবং আজীবন একনিষ্ঠ সমর্থক মাহাথির পশ্চিমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার তিরস্কারমূলক বক্তব্যের পাশাপাশি ‘ইহুদি-বিরোধী’ বক্তব্য দেয়ার জন্যও সমালোচিত হয়েছিলেন। তবে যেমনটি তিনি আল জাজিরাকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিদের ভয়াবহতা যখন জানাজানি হয় তখন তিনি ইহুদি জনগণের প্রতি গভীর সহানুভূতিশীল হয়ে ওঠেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলিরা তাদের অতীত অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি’। তারা তাদের সাথে যা ঘটেছিল, সেই একই জিনিস এখন তারা আরবদের সাথেও তাই করছে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













