দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-২৯ ১৫:৪৮:০১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯ বারে ৮৬ হাজার ১৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৪১৮ বারে ৩ লাখ ৯৯ হাজার ৫৮৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা টুং হাই নিটিং এন্ড ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০ বারে ২৭  হাজার ৯৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এমবিএল ১ম মি: ফান্ডের ৪.৫৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.৩৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.২৯ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৩.৮১ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ৩.৮০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩.৩৩ শতাংশ এবং হামি ইন্ডাস্ট্রিজের ৩.৩০ শতাংশ দর কমেছে।

 

 

এসকেএস