শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
আফগানিস্তানে তালেবানের গুপ্ত হামলায় ৮ পুলিশ নিহত
প্রকাশিত - মার্চ ১২, ২০১৭ ১:৫৭ পিএম
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পে সহকর্মীদের ভেতর লুকিয়ে থাকা তালেবান যোদ্ধাদের বিষ প্রয়োগে ৮ পুলিশ সদস্য মারা গেছে। তালেবান এই আক্রমণের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
শুক্রবার দেশটির দক্ষিণের জাবুল প্রদেশের মারাত্মক সহিংসতা প্রবণ অঞ্চলে শীতকালীন অভিযানে অংশ নেওয়ার জন্য ওই ক্যাম্পে জড়ো হয় তারা।
প্রদেশটির মুখপাত্র গুল ইসলাম সেয়াল বার্তা সংস্থা এএফপিকে জানায়, অনুপ্রবেশকারীরা প্রথমে তাদের সহকর্মীদের বিষ প্রয়োগ করে তারপর গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা ক্যাম্পে থাকা সকল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়।
জাবুলের গভর্ণর বিসমল্লাহ আফগানমাল এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তারা ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
পরবর্তীতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ এই ঘটনার দায় স্বীকার করে স্থানীয় গণমাধ্যমে বার্তা পাঠিয়েছে। আল জাজিরা।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.