দর পতনের শীর্ষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-৩০ ১৫:৩৪:৪৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ  লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৮৬ বারে ৮৬ হাজার ৩৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৩ বারে ৫ লাখ ৭৬ হাজার ৭৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৩ বারে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– অ্যাপেক্স ফুডসের ৪.০৯ শতাংশ, নুরানী ডাইংয়ের ৪.০০ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলসের ৩.৩৩ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ৩.১৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.১৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৯২ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস