
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯১ বারে ১২ লাখ ৩৫ হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৬৩২ বারে ১ লাখ ৭ হাজার ৬৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৮০৩ বারে ৩৪ লাখ ৪৯ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –আইএফ আই সি ব্যাংকের ৯.৪৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮.৩৩ শতাংশ, এক্সিম ব্যাংকের ৮.১০ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭.০২ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৩ শতাংশ, রূপালী লাইফের ৫.৯০ শতাংশ এবং রহিমা ফুডের ৫.৫৫ শতাংশ দর বেড়েছে।
এসকেএস