ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-১০-০১ ১৩:৫৩:৪৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে সেন্ট্রাল ভিসায়াসের সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে এবং শত বছরের পুরনো একটি চার্চও ধ্বংস হয়ে যায়। সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস।
ভূমিকম্পের পরও দেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশপথ ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর সেবুতে। সেখানে উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারীদের জন্য খাবার, পানি এবং ভারী সরঞ্জামের আবেদন জানিয়েছেন সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস।
স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, বিশেষ করে উত্তরাঞ্চলে। ভূমিকম্পে পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির অভাব দেখা দিয়েছে।’
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এরপর একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীর মাত্রা ছিল ৬। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি ছিল না।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













