বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
হোলির উৎসবে ‘বোল্ড’ ফটোশুটে পুনম পান্ডে
প্রকাশিত - মার্চ ১২, ২০১৭ ৫:৩২ পিএম

বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই তার নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিতর্ক। কখনও সাহসী ফটোশুট, কখনও বা বিতর্কিত মন্তব্য এ সব কিছু নিয়েই শিরোনামে থাকেন মডেল পুনম পাণ্ডে। এ বার তিনি হোলির উৎসবে ‘বোল্ড’ ফটোশুট করালেন। সেখানেও তাঁর খোলামেলা পোশাক জন্ম দিয়েছে বিতর্কের।
গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি হোলির ভিডিও পোস্ট করেছেন পুনম। সেখানে লিখেছিলেন, আমার সঙ্গে হোলি খেলতে চান? তা হলে আমার ভিডিও দেখুন।’
তার এই ছবি এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। পুনমের এই ছবি দেখে ভিন্ন মত ইন্ডাস্ট্রির। কেউ বলছেন, সাহসী ছবি তুলে ফের লাইমলাইটে আসতে চাইছেন। কারও আবার মনে হয়, রঙের উত্সবে যে ভাবে খুশি সামিল হওয়া যায়। পুনম বেছে নিয়েছেন তাঁর নিজস্ব পথ। সব মিলিয়ে হোলির সেলিব্রেশনে মেতেছেন পুনম। ইন্ডিয়া টাইমস।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.