শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
অবৈধ কেমিকেল কারখানা উচ্ছেদে পুরান ঢাকায় অভিযান
প্রকাশিত - মার্চ ১২, ২০১৭ ৬:৫৮ পিএম
রাজধানীর পুরান ঢাকার অবৈধ কেমিকেল কারখানা এবং গুদাম অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন রবিবার এই অভিযান উদ্বোধন করে বলেন, জননিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে এমন কারখানা পুরান ঢাকায় থাকতে দেয়া হবে না। পুরান ঢাকায় কেমিকেল কারখানা এবং গোডাউন থেকে আগুন লেগে ইতোমধ্যে অনেক মানুষ মারা গেছে। তাই এসব কারখানা বন্ধ করে দেয়া হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
লালবাগের শহীদনগর এলাকায় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত রবিবার অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা এবং দুটি কারখানাকে সরিয়ে নিতে বলা হয়। ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে অংশ নেয়।বাসস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.