বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক নারী দিবসে সৌদি নারীদের সংবর্ধনায় ভারতীয় মিশন
প্রকাশিত - মার্চ ১৩, ২০১৭ ১০:২৫ এএম
জেদ্দার ভারতীয় কনস্যুলেট মিশন প্রাঙ্গণে বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ইন্ডিয়া ফোরামের সহযোগিতায় কনস্যুলেট দিবসটি উদযাপন করে। এ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশা হেফজি । তিনি ২০১৫ সাল থেকে জেদ্দার মিউনিসিপাল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম নির্বাচিত সৌদি নারী হিসেবে এ দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে ভারতীয় কমিউনিটি ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরব নিউজের সাবেক এডিটর-ইন-চিফ খালেদ আলমারিনা।
এ সময় ভারতের কনসাল জেনারেল নূর রহমান শেখ আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নারী ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় সৌদি বাণিজ্যিক বিমান চালক ইয়াসমিন আল-মাইমানি, জাতিসংঘের হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের প্রথম সৌদি ইয়ুথ অ্যাম্বাসেডর রাহাফ আল সাইয়ারি, জেদ্দা ব্রডকাস্টিং স্টেশনের জ্যেষ্ঠ সাংবাদিক সামার ফাতানি, জেদ্দাস্থ আরব ইয়োগা ফাউন্ডেশনের সভাপতি নউফ আল-মারওয়াই তাদের সাফল্যের কথা বর্ণনা করেন। বাসস।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.