এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৪ ০৮:৫৫:০০


আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াই শেষে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফের মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

সিরিজ জয়ের ম্যাচে শেষের নায়ক শরীফুল। দশ নম্বরে নেমে ৬ বলে ১১ রান করেছেন এই বাঁহাতি। এর আগে ম্যাচের শুরুতেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন এই শরীফুলই। আফগানিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে আটকে রাখার পথে বিশেষ ভূমিকা ছিল নাসুম আহমেদ, সাইফউদ্দিনেরও। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন ২২ রান।