সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৪ ১০:৫৩:৪৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৪৮ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ার অ্যালায়েন্সের ২৩ কোটি ১৮ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৫ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ২২ কোটি ৬ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ব্যাগের ১৮ কোটি ১৪ লাখ টাকা, প্রগতি লাইফের ১৬ কোটি ৫৯ লাখ টাকা, সিভিও পেট্রো কেমিক্যালের ১২ কোটি ৩৫ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১২ কোটি ৩১ লাখ টাকা, সিম টেক্সের ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং কেঅ্যান্ডকিউর ১১ কোটি ৯৩ লাখ টাকার।

 

এসকেএস