
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.৪০ টাকা
তালিকায় তৃতীয় স্থানে এক্সিম ব্যাংকের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ০৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৮.৭৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ১৮.১৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, কেঅ্যান্ডকিউর ১৭.১৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.৬৭ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলের ১৬.১৬ শতাংশ।
এসকেএস