
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪১৯.৯০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৭ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৬.১০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.১০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইনটেক অনলাইনের ৭.৫৭ শতাংশ, ই-জেনারেশনের ৬.৮৩ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৬.৬০ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৬.৪৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৩ শতাংশ, আইএসএনের ৬.২৮ শতাংশ এবং নাভানা সিএনজির ৬.২৩ শতাংশ দর কমেছে।
এসকেএস