বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
সামনে কঠিন সময় তৈমুরকে বড় করে তুলতে হবে: সাইফ
প্রকাশিত - মার্চ ১৩, ২০১৭ ১১:২৯ এএম

কারিনা-সাইফ আলী খানের ছেলে নিয়ে সংবাদ-আলোচনা যেন শেষই হচ্ছে না। ভারতীয় মিডিয়া এখনো জড়ো গতিতে চলছে নারীপুত্র তৈমুরকে নিয়ে নানা কথাবার্তা-গসিপ আর সংবাদ। ছোট্ট তৈমুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই চিন্তা বেড়ে গিয়েছিল কারিনা কাপুর খানের।
ভয় পেয়েছিলেন কারিনা। সাইফকে বলেছিলেন, ছেলের তো নজর লেগে যাবে! এতদিনে সে কথা শেয়ার করলেন সাইফ। সম্প্রতি সাইফের এক সাক্ষাত্কারে তৈমুরের প্রসঙ্গ আসে।
সাইফ বলেন, তৈমুরের ছবি ভাইরাল হওয়াতে একেবারেই খুশি হননি তাঁরা। ছোটে নবাবের কথায়, সে সময় করিনা খুব বিরক্ত হয়েছিল। ও বলেছিল আমায়, এ সব হতে থাকলে ছেলের নজর লেগে যাবে। আমি যদিও এ সব বিশ্বাস করি না। ওকে তো লুকিয়ে আড়ালে রাখার কোনও পরিকল্পনা নেই। দেখুন, ও জন্মের আগে থেকেই খবরে রয়েছে। আর জন্মের পর থেকে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।
সাইফ আরো বলেন, ‘এখন আমাদের সামনে কঠিন সময় ওকে ভাল করে বড় করে তুলতে হবে। যাতে ও সহজভাবে কোনও অহংকার না রেখে সকলের সঙ্গে মিশতে পারে সেটা শেখাতে হবে।’
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.