ব্র্যাক ব্যাংকে বন্ড ইস্যুর অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৫ ১৫:১২:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি পেয়েছে। বন্ডটির নাম ব্র্যাক ব্যাংক সোস্যাল সাব-অর্ডিনেটেড বন্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই অনুমতির পত্র ইস্যু করেছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৭৫তম কমিশন সভায় ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।
বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ড। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।
বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি মুলধনভিত্তি শক্তিশালী করবে। তাতে ব্যাংকটির টিয়ার-টু ক্যাপিটাল আরো শক্তিশালী হবে, যা দেশের সিএমএসএমই, নারী উদ্যোক্তা, কৃষি, খাদ্যনিরাপত্তা, সাশ্রয়ী আবাসন এবং স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের মতো জরুরি সেবা খাতগুলোর অর্থায়ন সুবিধা সহজ হবে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













