দর পতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৫ ১৫:৪৩:০২

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১৩১ বারে ৯ লাখ ২৭ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৯৭ বারে ১৩ লাখ ৪৭ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০২ বারে ৪৭ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– এম এল ডাইংয়ের ৪.৯৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.৪২ শতাংশ, স্যালভো ক্যামিকেলের ৪.৩৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.০৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩.৭০ শতাংশ ও আল-হাজ্ব টেক্সটাইলের ৩.৫৯ শতাংশ কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












