দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৬ ১৬:২১:৪৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৪০ বারে ২৪ লাখ ২৬ হাজার ১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৫৯ বারে ৩৪ হাজার ৩৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ২২৬ বারে ১৩ লাখ ৯২ হাজার ১৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮.৩৩ শতাংশজেনেক্স ইনফোসিসের ৭.৯৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.১৪ শতাংশ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬.৭৫ শতাংশ, লিগাসি ফুটওয়ারের ৬.০৬ শতাংশ কে অ্যান্ড কিউয়ের ৫.৬২ শতাংশ দর বেড়েছে

 

এসকেএস