দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৬ ১৬:৩০:৫৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬৫ বারে ৬ লাখ ৮৫ হাজার ৫১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৭২ বারে ২ লাখ ৮৭ হাজার ৮০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৪ বারে ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফ্যামিলি টেক্সের ৫.২৬ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.১৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.০৪ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.৭৬ শতাংশ এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৪.৬৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস