দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৭ ১৫:৩৫:৪৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৩৯ বারে ২ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৯০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩০১ বারে ২৪ লাখ ৫০ হাজার ৪১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩২৪ বারে ৩ লাখ ২২ হাজার ৫৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯.৬২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬.৯০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ৫.৫৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.১৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস