দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৭ ১৫:৪৭:৩৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬ বারে ১ লাখ ৪৪ হাজার ২১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২ বারে ৫ লাখ ৮১ হাজার ৮৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬ বারে ৩ লাখ ১৪ হাজার ৫৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফারইস্ট ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৬.২৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৬.১৫ শতাংশ, ইসলামিক ইন্স্যুরেন্সের ৬.০৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের এ্যা ৫.৮৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৫.৮৮ শতাংশ দর কমেছে।

 

এসকেএস