বাংলাদেশের পুঁজিবাজারে নরওজিয়ান ফান্ডের বিনিয়োগ দিন দিন বাড়ছে। ফান্ডটি ২০১৫ সালে এ দেশের বাজারে বিনিয়োগ শুরু করে। ২০১৬ সালে এটি ১১ কোটি ৯০ লাখ ডলার অর্থ বিনিয়োগ করেছে। বিনিয়োগ শুরুর বছরে যা ছিল মাত্র ১ কোটি ৯০ লাখ ডলার। এ হিসেবে গত এক বছরে বাংলাদেশের পুজিবাজারে ফান্ডটির বিনিয়োগ বেড়েছে ৬ গুণেরও বেশি।
ফেসবুকে সম্প্রতি এক পোস্টে দূতাবাস জানিয়েছে, নরওয়েজিয়ান গভর্মেন্ট পেনশন ফান্ড গ্লোবাল স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। ২০১৬ সাল শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে তালিকাভুক্ত ১৫টি কোম্পানিতে ফান্ডটি ১১৯ মিলিয়ন ডলার বা ১১ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করেছে।ঢাকায় নরওয়ের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
পোস্টে আরও বলা হয়, নরওয়ের এই বিনিয়োগ বৃদ্ধি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক।
রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন বলেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন পরিপক্ক হচ্ছে। এই যাত্রায় কোম্পানিগুলোও অবদান রাখছে। আর তাতে অবদান রাখছে নরওয়ের এই ফান্ড।
উল্লেখ, বিশ্বের ৭৭টি দেশের মোট ৯০০ কোম্পানিতে ফান্ডটির বিনিয়োগ রয়েছে।