দর বৃদ্ধির শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৮ ১৫:৪৪:১৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪১৩ বারে ৩০ লাখ ৩৩ হাজার ২১  টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৪ বারে ৬ লাখ ৬৯ হাজার ৭০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০২ বারে ৫৪ লাখ ৯১ হাজার ২৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – নিটল ইন্সুরেন্সের  ৫.৮০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ৪.৬৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৪১ শতাংশ , ঢাকা ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ,  সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এর ৩.৯৬ শতাংশ, ইন্ট্রাকোর ৩.৯০ শতাংশ ও তাকাফুল ইন্স্যুরেন্সের ৩.৬৩ শতাংশ দর বেড়েছে

 

এসকেএস