লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-০৯ ১৫:১৪:৩২


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২১ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার।

১৪ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, রবি আজিয়াটা, সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

 

 

এসকেএস