
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২০ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭৭.৬০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১২.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে রহিমা ফুডের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫৪.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ডের ১৫.৭৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫.৪৭ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১৩.৫৪ শতাংশ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ১২.৮০ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১১.৯৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ডমিনেজ স্টিলের ১৮.৭৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস