সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১১ ১১:৩৫:০৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৩০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনটেক অনলাইনের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৭৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৯.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিআইএফসির ১৩.৫১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.৭১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১২.৫০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১২.১২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ১২ শতাংশ, বিবিএস কেবলসের ১১.১৭ শতাংশ এবং ইসলামী ফাইন্যান্সের ১১.১১ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












