মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) কৃষি প্রকল্পের কর্মরত শ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে কাজ বন্ধ রেখে কৃষি প্রকল্প ১ নম্বর গুদামের সামনে অবস্থান নেয় তারা।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে কৃষি প্রকল্প কর্মকর্তারা শ্রমিকদের সাথে দেখা করেন। এসময় শ্রমিকরা ১৮ তারিখের মধ্যে মজুরি বৃদ্ধির সময়সীমা বেধে দেন এবং কাজ না করে বাড়ি ফিরে যান।
কয়েকজন শ্রমিক জানায়, বিশ^বিদ্যালয়ে ৮ ঘন্টা কাজের জন্য মজুরি ধার্য আছে ৪৫০ টাকা। সেখানে আমরা ১৬ ঘন্টা কাজ করলেও তারা পাচ্ছি মাত্র ২৩০ টাকা। শ্রমিকদের এ ১৬ ঘন্টার প্রথম ৮ ঘন্টার জন্য জন প্রতি ১৬০ টাকা ধার্য করা আছে। বাড়তি ৮ ঘন্টা কাজের জন্য তারা পায় ৭০ টাকা। কিন্তু অন্য বিভাগের শ্রমিকেরা মাত্র ৮ ঘন্টা কাজ করেন সেখানে পাচ্ছে ৪৫০ টাকা।
শ্রমিকরা দাবী, যেভাবে জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে একজন শ্রমিকের পক্ষে এই স্বল্প টাকায় দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারছেন না তারা।
শ্রমিকদের অভিযোগ, কৃষি প্রকল্প কর্মকর্তার কাছে বেতন বৃদ্ধির দাবিতে দরখাস্ত দিলেও তারা কোন ধরনের পদক্ষেপ নেননি । এছাড়া কৃষি প্রকল্পের সভাপতির সাথে বেতন বৃদ্ধির দাবিতে দেখা করতে চাইলেও তারা দেখা করেন নি।
জানতে চাইলে কৃষি প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. এমরান আলী বলেন, সকালে ঘটনা শোনার পর শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে কাজে ফিরতে বলেছি। কিন্তু তারা ১৮ তারিখ পর্যন্ত আমাদেরকে সময় বেধে দিয়েছে। এর মধ্যে মজুরী বৃদ্ধি না করলে তারা কাজে ফিরবে না বলে জানিয়েছে। এসময় তিনি আরো বলেন, বিশ^বিদ্যালয় উপ-উপাচার্যের সাথে কথা বলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।