দর বৃদ্ধির শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১২ ১৫:৩৩:৩৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৪৪ বারে ৭০ লাখ ৫৮ হাজার ৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৭৪ বারে ৭ লাখ ৪৬ হাজার ৩০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এস.আলম কোল্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪৯ বারে ২১ লাখ ২৭ হাজার ৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৫.৭০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.৯০ শতাংশ, ইন্ট্রাকোর ৩.২৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.৮৫ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.৪৮ শতাংশ এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস