দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১২ ১৬:০২:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০ বারে ৬৪ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪ বারে ৫ লাখ ১১ হাজার ৮২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮ বারে ২৭ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– সমতা লেদার কমপ্লেক্সের ৮.৪১ শতাংশ, এক্সিম ব্যাংকের ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানির ৭.৪১ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.১৪ শতাংশ, ফার্স্ট সিকিউরিটির ৬.৯০ শতাংশ এবং এফএএস ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ দর কমেছে।

 

এসকেএস