দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১৩ ১৫:৩৭:০০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৮৯ বারে ১৪ লাখ ৫৫ হাজার ৯২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৫লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৪ বারে ৭১ লাখ ৬৭ হাজার ৯১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬২৮ বারে ১৭ লাখ ৮০ হাজার ৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – পাইওনিয়ার ইন্স্যুরেন্সের  ৭.৮০ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৬.৪২ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬.২২ শতাংশ, সায়হাম কটন মিলসের ৫.৯৯ শতাংশ, গ্রীন ডেল্টার ৫.৮৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৭৭ শতাংশ ও ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস