দর পতনের শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১৩ ১৫:৪৭:০৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩৫ বারে ৯৮ হাজার ১৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৫ বারে ৫২ লাখ ২৬ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫ বারে ২ লাখ ৭৫ হাজার ৩৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফাস ফাইন্যান্সের  ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.১৪ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬.৯৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৬.৫১ শতাংশ, ডেসকোর ৬.১৯ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশনের ৫.৬০ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ৫.৫৬ শতাংশ কমেছে।

 

এসকেএস