
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭১৬ বারে ৪ লাখ ২৩ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩ বারে ৪ লাখ ৭ হাজার ১৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০১ বারে ৫ লাখ ৭ হাজার ৯৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ইনটেকের ৭.০৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৬.০৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৯ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৯০ শতাংশ, ই-জেনারেশনের ৫.৫১ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ৫.০০ শতাংশ এবং দেশ গার্মেন্টসের ৪.৯২ শতাংশ দর কমেছে।
এসকেএস