ভারতে চলন্ত বাসে আগুন, ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১৫ ১০:৫৪:৩৫

ভারতের রাজস্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন, আহত ও দগ্ধ হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলমির থেকে যোধপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মহাসড়কে চলার সময় হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তেই বাসে আগুন ধরে ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। আতঙ্কিত যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে নামতে থাকেন। এতে অনেকে গুরুতর দগ্ধ ও আহত হন। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়।
রাজ্য প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জয়সলমিরের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













