জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে চুরি হওয়া ১৩টি সাইকেল উদ্ধার করে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৩টি সাইকেল চুরির ঘটনা ঘটে। এ অভিযোগ পেয়ে প্রক্টরিয়াল বডি চোর ধরার জন্য বিভিন্ন ফাঁদ পেতে রাখে। গত ৯ মার্চ এই ফাঁদে পা দিয়ে ধরা পড়ে পুরান ঢাকার সাইকেল চুরি সিন্ডিকেটের মূল হোতা টেক্কা মিয়াসহ ৫ জন। আটককৃত চোরদের থেকে শিক্ষার্থীদের চুরি হওয়া সাইকেলের জন্য ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। এই টাকা শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সাইকেল চোর ধরা পড়ায় এবং সাইকেলের সমমূল্য পরিমাণ টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অভিযোগকারী শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ার বডি চাইলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘটিত সকল ঘটনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে পারে। এ ঘটনাই তা প্রমাণ করে। বর্তমান প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসে অত্যন্ত কার্যকর ভুমিকা পালন করছে।
সাইকেল চুরি রোধে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্দিষ্ট টোকেন ছাড়া কোনো সাইকেল প্রবেশ এবং বাহির করতে পারবেন না শিক্ষার্থীরা। এ উপায়ে সাইকেল চুরি রোধ করা সম্ভব হবে বলে মনে করছে প্রক্টর অফিস। এছাড়া কিছু সুপারিশ দিয়েছে প্রক্টর অফিস। সেগুলো হলো, নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা করা। ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ডসহ বিশেষ স্থানে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস