দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-১৬ ১৬:৩৩:৩৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯২৪ বারে ২০ লাখ ৭১ হাজার ৫৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৪০ বারে ৭২ লাখ ২৪ হাজার ৯৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৯১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ। ফান্ডটি ৫৪৩ বারে ১৩ লাখ ১ হাজার ৪৮০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৯০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ,ইনডেক্স আগ্রো ৫.২৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের  ৫.০১ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, বিএসআরএস স্টিলের ৪.২১ শতাংশ দর বেড়েছে।

এসকেএস