রোববার, ২৪ নভেম্বর ২০২৪
‘ইত্যাদি’ এবার সুন্দরবনের খোঁজে সাতক্ষীরায়
প্রকাশিত - মার্চ ১৫, ২০১৭ ৬:০৭ পিএম
চারপাশে গাছ-গাছালিতে ভরপুর, পুরো বনের আবহ। মূল মঞ্চ দেখে বোঝার উপায় নেই যে এখানে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক যেন সুন্দরবনের ভেতরে দাড়িয়ে কথা বলছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। হ্যাঁ, ইত্যাদি টিম এখন সাতক্ষীরায়।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মূল অংশ এবার ধারণ করা হচ্ছে সুন্দরবনের জেলা সাতক্ষীরা থেকে। জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীর আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার থেকে অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে।
মূলত সুন্দরবনকে তুলে ধরতে সেভাবে সাজানো হয়েছে ইত্যাদি মঞ্চ এবং আশপাশ। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও তৃণমূল জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবারের ইত্যাদি আকাশলীনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এখানে ইত্যাদির শুটিং হয়েছে। পুরো কলবাড়ীই অপরূপ সাজে সজ্জিত ছিল।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় কয়েকজন সাংবাদিক ইত্তেফাক অনলাইনকে জানায়, স্রোতস্বিনী নদীর ওপর তৈরি হচ্ছে বিশালাকৃতির মঞ্চ। দর্শকদের জন্য তৈরি করা হয় কয়েকশ ডিঙি নৌকা-বেষ্টিত গ্যালারি। এ কাজে সহযোগিতা করছেন ইউপি চেয়ারম্যানরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকে তাদের প্রস্তুতি নেয়।
ম্যাগাজিন অনুষ্ঠানটির মূল অংশের শুটিং দেখতে আগ্রহী সাতক্ষীরাবাসী। আর তাই মঙ্গলবার বিকেল না হতেই সেখানে হাজির হয় হাজারো মানুষ।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.