
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০ বারে ৯২ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪ বারে ৯১ হাজার ২৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৫০৩ বারে ১০ লাখ ৬০ হাজার ৭২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রিজেন্ট টেক্সটাইলের ৬.৯০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৫.৪৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৪৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫.২৮ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.২৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪.৬৫ শতাংশ দর কমেছে।
এসকেএস