গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-১৬ ১৯:৫১:১৯


বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিলকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ চলচিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন । বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে চলচিত্র সার্টিফিকেশন বোর্ডের দায়িত্বও পালন করছেন।

তার আগে ৬ জুন বাংলাদেশ চলচি্চত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের (বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড) নিযুক্ত করা হয়। এর আগে তিনি তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেন।

ইতোপূর্বে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবনে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য “অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক” এ ভূষিত হন।

তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইরান,চীন,ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

এএ