
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১৩.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.২০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কমিউটার্সের ৭.৪২ শতাংশ, ইনফরমেশন সিস্টেমসের ১৬.৬৩ শতাংশ, জেমিনি সী ফুডের ১৬.০৭ শতাংশ, বিআইএফসির ১৫.৬৩ শতাংশ, সী পার্লের ১৫.৪২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৫.৩৮ শতাংশ এবং অ্যারামিট লিমিটেডের ১৫.৩২ শতাংশ।
এসকেএস