রোমান্টিক, বিরহ কিংবা আইটেম নাম্বার- সব ধরনের গানে সফল আঁখি আলমগীর। টিভি লাইভ বা মঞ্চেও তার পরিবেশনায় মুগ্ধ দর্শক। এরই ধারাবাহিকতায় নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন আঁখি। এখানে নিজের গানের সঙ্গে নেচেছেন তিনি। বাংলা ঢোলের ব্যানারে সম্প্রতি একটি বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। শহীদুল্লাহ ফরায়জীর কথায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।
এ গানটিরই মিউজিক ভিডিওর দৃশ্য ধারণে অংশ নেন আঁখি। গানটি সম্পর্কে আঁখি আলমগীর বলেন, ‘আলী আঙ্কেলের সুরে এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হয়েছিল। কিন্তু বৈশাখের গানটি সম্পূর্ণ আলাদা।
তার সুরে এমন একটি আনন্দ-উৎসবের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ ভালো লাগছে। এটি আমার কাছে একটি পুরস্কার।’ এদিকে ‘বৈশাখী মেলা’ গানটির মিউজিক ভিডিও নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী। আঁখি বলেন, ‘আমি সাধারণত নিজের গানের ভিডিও নিজের পছন্দে তৈরি করি। প্রথমবার অন্যদের তৈরি করা গানের ভিডিওতে অংশ নিলাম।
সত্যি বলতে, বিরাট আয়োজন দেখে আমি অবাকই হয়েছি। বাংলা ঢোলকে ধন্যবাদ দিতে চাই, তারা শিল্পীকে সম্মান ও সম্মানি দেয়ার বেলায় বেশ আন্তরিক। ভিডিওটি দারুণ হয়েছে। শুটিং বেশ উপভোগ করেছি, নাচে অংশ নিয়েও ভালো লাগছে।’ ‘বৈশাখী মেলা’ গানটির ভিডিও তৈরি করেছেন আশিকুর রহমান। এতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল।