গাজায় নতুন করে ইসরায়েলি হামলার পরেই যুদ্ধবিরতির ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২০ ০৮:৪৪:০০

গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার মধ্য ও দক্ষিণ গাজায় এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ দাবি করেছে, হামাসের যোদ্ধারা রাফা এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়, এতে দুই সেনা নিহত ও তিনজন আহত হয়। ওই ঘটনার জবাবেই বিমান হামলা চালানো হয় বলে জানায় তারা।
তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরায়েলের দাবি ‘ভিত্তিহীন ও মিথ্যা’।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত ৮০ বার লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় ৯৭ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছে।
রবিবার মধ্য গাজার আল-জাওয়াইদা শহরে আইডিএফের বিমান হামলায় হামাসের কাসেম ব্রিগেডসের কমান্ডারসহ ছয় সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিন হামাস রেড ক্রসের মাধ্যমে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করে।
নানা হামলা ও পাল্টা অভিযানের মধ্যেই নতুন করে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিল তেল আবিব। তবে এই ঘোষণার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













