দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২০ ১৬:৩৯:০৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৯৬ বারে ১১ লাখ ৫৬ হাজার ৯৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৫৬৫ বারে ৩৯ হাজার ২২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৯ বারে ৩ লাখ ৯২ হাজার ৬৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইনটেকের ৯.৫৪ শতাংশ, ই-জেনারেশনের ৯.৪৮ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৯.২৬ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.০০ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.৯৪ শতাংশ, দেশ গার্মেন্টেসের ৪.৪২ শতাংশ ও হাক্কানী পাল্পের ৭.৩৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












