
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪ বারে ২ লাখ ৫৮ হাজার ৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নুরানী ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ৯২ হাজার ৭২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টীলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০ বারে ৫২ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩.৯০ শতাংশ, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩.৮৫ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৭০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.৫৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৩.০১ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮০ শতাংশ দর কমেছে।
এসকেএস