চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত সেই জঙ্গি আস্তানা থেকে আরো ১৫টি বোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যরা ‘ছায়ানীড়’ নামে ওই ভবনের একটি থেকে এ সব বোমা উদ্ধার করে। এ ছাড়া একই কক্ষ থেকে বোমা তৈরির প্রায় ২০০ লিটার তরল রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান রাইজিংবিডিকে জানান, সীতাকুণ্ডের প্রেমতলার বাড়িতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা তল্লাশি চালানোর সময় ১৫টি বোমা পেয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় নাকি সক্রিয় তা পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ওই বাড়ি থেকে হাইড্রোজেন পার অক্সাইডসহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে।