সূচক পতনের দিনে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১০-২১ ১৫:১৯:৩৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, দর কমেছে ২৪১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির।
ডিএসইতে এক হাজার ৪৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৩৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০২ পয়েন্টে
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৫ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












