জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিন উপলক্ষে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশে দিন ব্যাপী অনুষ্ঠানমালা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ১৭ মার্চ নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের অডিটরিয়ামে এ অনুষ্ঠানমালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জন্মদিন উদযাপনে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভা প্রভৃতি।
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম , ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী, পরিচালক, উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় ও রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম ।
প্রধান অতিথি ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আজকের এই দিনে তাঁর প্রতি অসীম শ্রদ্ধা আর ভালোবাসা রইল। তিনি সকল ¯তরে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বা¯তবায়নের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যেদের মধে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস